আর হাতেগোনা কদিন তার পরই শুরু হয়ে যাবে বিধানসভা ভোট।
বিভিন্ন রাজনৈতিক দলগুলি যেমন তাদের প্রচার চালাচ্ছেন ঠিক, প্রশাসনিকভাবে তাদের ভোটের কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।
বিধানসভার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কেন্দ্র বাহিনীর রুটমার্চ এর পাশাপাশি ভোট কেন্দ্রগুলো পরিদর্শন শুরু হলো ভাতারে। রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের মাহাতা, এরুয়ার, সাহেবগঞ্জ এক নম্বর, মহাচান্দা, বামুনারা, অঞ্চলের বিভিন্ন প্রান্তে কেন্দ্র বাহিনী রুটমার্চ। ভাতার থানার ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ব্যানার্জীর নেতৃত্বে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন কেন্দ্র বাহিনী। সঙ্গে ছিলেন ভাতার ব্লক ওসি ইলেকশন আধিকারিক আসফাকউল্লা পিয়াদা সহ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে এবং ভয়-ভীতি কে উপেক্ষা না করে সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটদানে অংশ নেন তার জন্য কেন্দ্র বাহিনী জওয়ানরা ও পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।